নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীতে ভর্তির জন্য উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রেষণামূলক ক্লাশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির জন্যে উদ্বুদ্ধকরণ ক্লাস উদ্ধোধন করেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, পিএসসি।
এসময় ক্লাসে উপস্থিত ছিলেন কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।
সেনাবাহিনীর উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রেষণামূলক ক্লাসে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।