শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

আব্দুল আলী, গুইমারা:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়িতে রাতের আঁধারে চালভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, অবরোধ চলাকালীন ২৬ নভেম্বর রবিবার গভীর রাতে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে চট্টগ্রাম হতে মাটিরাঙ্গা থানার তাইন্দং ইউনিয়ন গামী সরকারি চাল বহনকারী ট্রাকে (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ১ জন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদেরকে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গুরুত্বর আহত মোঃ ইসহাক মিয়া-২৮, পিতাঃকাঞ্চন মিয়া ও মোঃ বেলাল হোসেন-৩৫, পিতা- জাহিদুল হক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

গাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় আহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর। তিনি জানান এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি থানার হেফাজতে আছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!