শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে নৌকা প্রত্যাশী ১৯ জন

নুরুল আলম:: খাগড়াছড়ি ও রাঙ্গামাটি আসনে নৌকা প্রত্যাশী ১৯ জন। খাগড়াছড়ি (২৯৮) একটি সংসদীয় আসনে নৌকা প্রতীক চেয়ে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং রাঙ্গামাটি ২৯৯নং আসনে নৌকার প্রতীক চেয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন ১০জন।

খাগড়াছড়ির নৌকার প্রতীক চেয়ে মনোনয়ন সংগ্রহকারীরা হচ্ছেন- বতমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু ও সাবেক ছাত্রলীগ নেতা নিকি রোয়াজা। এখন অপেক্ষার পালা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সিএইচটিডিবির সাবেক চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি খাগড়াছড়িতে ব্যাপক আলোচনায় থাকলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, রাঙামাটি জেলার ২৯৯ জাতীয় সংসদীয় আসনে আওয়ামীলীগের পক্ষে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ দীপংকর তালুকদার দ্বাদশ সংসদীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে লড়তে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এমপি দীপংকর ছাড়াও এ আসনে দলীয় মনোনয়ন পত্র কিনেছেন আরা ৯ জন।

তারা হলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি চিংকিউ রোয়াজা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং বর্তমান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, বর্তমান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সমরেশ দেওয়ান, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জয়সেন তঞ্চঙ্গ্যা, বিশ্ব হিন্দু পরিষদ জেলা কমিটির সভাপতি ও রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অমর কুমার দে এবং রাঙামাটির সাবেক সিভিল সার্জন অবসরপ্রাপ্ত ডা. স্নেহ কান্তি চাকমা।

১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর দিনগত রাত পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকার কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে খাগড়াছড়ি ২৯৮ ও রাঙামাটির ২৯৯ আসনে আওয়ামীলীগের হয়ে এমপি পদে নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন বলে জানা গেছে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, আমাদের একক প্রার্থী দীপংকর তালুকদার। তার বিকল্প আমাদের কোন প্রার্থী নেই।

তবে অতীতে আওয়ামীলীগ থেকে পাহাড়ের দীপংকর তালুদারকে টপকিয়ে ২৯৯ আসনে নির্বাচন করার কেউ সাহস না দেখালেও বর্তমান দ্বাদশ সংসদীয় নির্বাচনে রাঙামাটি জেলার একমাত্র আসনে দীপংকর ছাড়াও আরো ৯ জন আওয়ামীলীগ নেতা এমপি নির্বাচন করতে আগ্রহী হয়ে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!