শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন”

কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে কাশেম-মনির

নুরুল আলম:: খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালটের প্রতিদ্বন্দ্বীতার চেয়ার প্রতিকে ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে হাজ্বী মো: কাশেম। সাধারন সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে ১২৩ ভোটে মনির হোসেন দ্বিতীয় বারের মতো জয় লাভ করেন।

সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এ ভোটে সহ-সভাপতি পদে ১১০ ভোটে বটগাছ প্রতিকে দীন মোহাম্মদ,সহ-সাধারন সম্পাদক পদে নলকুপ চশমা প্রতিকে ১০১ ভোটে বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতিকে ৯৬ ভোটে মো: নূর নবী, কোষাধ্যক্ষ পদে- ফুটবল প্রতিকে ১১৬ ভোটে মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- কলসি প্রতিকে ১১৯ ভোটে রফিক উদ্দিন সিদ্দিকী, বাঘ প্রতিকে ৮৭ ভোটে পংকজ বড়ুয়া ও মোবাইল ফোন প্রতিকে ৮০ ভোট পেয়ে হাজী খোরশেদ আলম জয়যুক্ত লাভ করেন।

নেতৃত্বের ভাগ্য নির্ধারনী লড়াইয়ে শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। প্রার্থী ও ভোটারদের উৎসব মুখোর পরিবেশে ভোট শেষে ভোটাররা তাদের নেতা নির্বাচন করে সকলেই খুশি। সর্বশেষ ২০ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ১৬৫ ভোটার।

“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করবে খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে হিল্টন ত্রিপুরা ও থৈইউপ্রু মগ দায়িত্ব পালন করছে বলে সংগঠন সূত্র জানায়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!