নুরুল আলম:: ইউএনডিপি’ পরিচালিত লোকাল ভলিন্টিযার মেডিয়েশন ফোরাম কমিটির সমন্বয়ে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততায় গুইমারা উপজেলায় শান্তি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর গুইমারা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে LVMF কমিটির সাধারণ সম্পাদক সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির খাগড়াছড়ি জেলার ম্যানাজার প্রিয়তর চাকমা।
ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানপাড়া বৌদ্ধ মিশনের বিহার অধ্যক্ষ ভদন্ত সংঘরন্ত মহাথের, ডাক্তারটিলা হরি মন্দিরের পুরোহিত কাজল চক্রবতী, বাইল্যাছড়ি ধনজয় পাড়া ভিলারচার্যের রিটনজয় ত্রিপুরা, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী ওসমান গনি, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এসময় উপস্থিত ছিলেন,ইউএনডিপি’র গুইমারা উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যছেন মারমা,ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝ র্না ত্রিপুরা, গুইমারা LVMF গুইমারা উপজেলা কমিটির সভাপতি সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ সদস্যবৃন্দ।
বক্তৃতারা তাদের বক্তব্যে বলেন,যার যার ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজ ও রাষ্ট্রে নিশ্চিত শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। গুইমারা উপজেলা শান্তি সম্প্রিতির অনন্য উদাহরণ বলেও দাবী করেন বক্তারা। এ ধরনের র্যালী ও আলোচনা সভা আয়োজন করায় ইউএনডিপিকে ধন্যবাদ জানান।