শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মানিকছড়িতে অভিনব কায়দায় ৭ টি প্লাস্টিকের ড্রামে ১৪১৫ কার্টুন বিদেশি সিগারেট পরিবহনের সময় মানিকছড়ি থানা পুলিশের তৎপরতায় ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট ও একটি পিক-আপসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুুলিশ।

গ্রেপ্তারকৃতরা-মোঃ ইকবাল হোসেন(২৬) খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ির বাসিন্দা মোঃ মনতাজ মিয়ার ছেলে এবং মোঃ আঃ শুক্কুর (২৮),খাগড়াছড়ির গঞ্জপাড়া এলাকার মৃত হাছেন আলীর ছেলে।

সূত্র জানায়, মঙ্গলবার (৭ নভেম্বর ২০২৩)রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এর দিক-নির্দেশনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো.আনচারুল করিম’র নেতৃত্বে তল্লাশী চালিয়ে গাড়িতে থাকা ৭ টি প্লাস্টিকের ড্রাম থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় ১৪১৫ কার্টুন বিদেশী সিগারেটসহ একটি পিকআপ গাড়ি জব্দ করে। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা পিকআপে করে সিগারেট নিয়ে খাগড়াছড়ি জেলা সদর হইতে চট্টগ্রাম যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির গাড়িটানা বাজারস্থ গাড়িটানা টোল বক্সের সামনে পুলিশ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি পিকআপটি জব্দ করে। সে পিকআপ তল্লাশী করে এসব সিগারেট জব্দসহ জড়িতদের আটক করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্যে ২১ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে যথা সময়ে আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!