পার্বত্য চট্টগ্রামের সুখ্যাত শিশু সুরক্ষা প্রতিষ্ঠান ‘কাচালং শিশু সদন’র প্রতিষ্ঠাতা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ- বিদগ্ধ বৌদ্ধ ধর্মীয় গুরু তিলোকানন্দ মহেেথরোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে, ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং চট্ট- ২৮০৮)’।
কেইউজে’র সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওয়ান এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, মায়ানমার ও থাইল্যান্ড সরকারের কাছ থেকে অগ্র মহাপন্ডিত স্বীকৃতিপ্রাপ্ত প্রবীন এই মানবসেবক দেশে ‘সাদা মনের মানুষ’ বিবেচিত হয়েছেন।
বিবৃতিতে তাঁর প্রতিষ্ঠিত ‘কাচালং শিশু সদন’ নামের প্রতিষ্ঠানটিকে সরকারিভাবে আরো অধিকতর সহযোগিতা প্রদানের মাধ্যমে এগিয়ে নেয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি হয়ে বাঘাইছড়ি ফেরার পথে তিনি মানিকছড়ি উপজেলায় প্রাণত্যাগ করেন।
(প্রেস বিজ্ঞপ্তি)