শান্তি পরিবহনের ৮তম বার্ষিক সাধারন সভা
নুরুল আলম:: যাত্রীসেবার মান বৃদ্ধিসহ নানামুখী উদ্যোগ ও আয়-ব্যয় তুলে ধরে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) এর ৮তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। শনিবার (৪ নভেম্বর ২০২৩) সকালে দুপুরে খাগড়াছড়ি সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারন সভায়,খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) এর সভাপতি আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মো. আবদুল লতিফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপদেষ্টা মৃদুল কান্তি বড়ুয়া, সাবেক সভাপতি হাজ্বী খোরশেদ আলম,দাউদুল ইসলাম ভূইয়া,মাহবুবুল আলম,বর্তমান সংগঠনের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ।
এতে বক্তারা বলেন, খাগড়াছড়ি শান্তি পরিবহন মালিক গ্রুপ এ সংগঠন প্রান। যাত্রীসেবা মান বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়নের দিকে আরো অগ্রসরে মালিক-পরিবহন শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই সংগঠনকে আরো গতিশীল করার পাশাপাশি কার্যপরিধী এগিয়ে নিতে প্রতিষ্ঠানকে অগ্রসর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিকল্প নেই বলে মন্তব্য করে সকলের সহায়তা প্রত্যাশা করেন বক্তারা।
এতে বক্তারা তাদের মতামতের পাশাপাশি দিক নির্দেশনার কথা তুলে ধরে সংগঠনের অপরিহার্য বিধিমালা প্রণোয়নের পাশাপাশি সড়ক পরিবহন আইন মেনে চলা,যাত্রীদের সাথে মার্জিত আচরণ,পরিবহনে মালিকবিহীন পন্য ও মালামাল পরিবহনে সর্তকতা অবলম্বনসহ নানা বিষয় তুলে ধরেন।
এর আগে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) এর কোষাধ্যক্ষ সুভাষ দাশ।