নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড়স্থ বিজিবির ৪৩-ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে ৩০২ বোতল ভারতীয় ফেনসিডিল ও মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) ৪৩-ব্যাটালিয়নের আওতাধীন কয়লা বিওপির বিজিবি গেড়ামারা নামক সীমান্ত এলাকা থেকে ভারত থেকে আসা ফেনসিডিলের এ চালান জব্দ করা হয়।
বিজিবি জানায়, কয়লারমুখ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শাজাহান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল গেড়ামারা এলাকায় অভিযান চালায়। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ২১০ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগে বৃহস্পতিবার বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. জাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল রামগড়ের সীমান্তবর্তী ফেনীনদীর কুল নামক স্থান থেকে ১৯২ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করে।