শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:: মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখা এ আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিনিয়র সহ-সভাপতি মো: কামরুল হাসান এর সভাপতিত্বে সদস্য সচিব মো: আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সফিউল আলম,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সদর কমান্ডার মো: আব্দুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি রণ বিক্রম ত্রিপুরাসহ আগতরা অতিথিরা। এ সময় আনন্দ ভাগাভাগি করে সকলে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা করে নেতৃবৃন্দরা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!