শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

ঘূর্নিঝড় “হামুন” কাপ্তাই হ্রদে সকল নৌ-যান চলাচল বন্ধের নির্দেশনা

নুরুল আলম: আসন্ন ঘূর্নিঝড় হামুন এর প্রভাবে পার্বত্য জেলা রাঙামাটিতে সারাদিনই হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৈরি আবহাওয়ার কারনে রাঙামাটির কাপ্তাই হ্রদে যেকোনো সময় দূর্ঘটনা সংগঠিত হতে পারে এই আশঙ্কায় প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে জানমালের ক্ষতি এড়াতে আগামীকাল বুধবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য কাপ্তাই হ্রদে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবজনিত কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে আগামী ২৫ অক্টোবর- ২০২৩ তারিখ বুধবার ভোর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরী পরিষেবাসহ সরকারী কাজে নিয়োজিত নৌযানসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। যেকোন জরুরি প্রয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধও জানানো হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!