শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিশ্ব হাত দোয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

সোমবার (১৬ অক্টোবর ২০২৩ইং) গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেরা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শামীম হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা হাত দোয়ার উপর গুরুত্ব আরোপ সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সকলকে সচেতন করেন এবং জীবানুমুক্ত না থাকলে শরীরে বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয় বলেও সর্তকর্তসহ বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের সমাপ্তি করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!