নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড়ে মোঃ শরিফুল ইসলাম নাসির (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর ২০২৩) রাত পোনে ১২টার দিকে তাকে রামগড় পৌরসভার সোনাইপুল বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে। সে রামগড় বাজার এলাকার হাজী নিজাম উদ্দিন বাড়ীর মোঃ রফিকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সোনাইপুল বাজার এলাকা হতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শরিফুল ইসলাম প্রকাশ নাসিরকে গ্রেফতার করেছে বলে রামগড় থানা পুলিশ সূত্র জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতার কৃতের বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মানিকছড়িতে চোলাইমদ ও সিএনজিসহ দুই জনকে গ্রেপ্তার
খাগড়াছড়ির মানিকছড়িতে চোলাইমদ ও সিএনজিসহ ডানুপ্রু মারমা রেশমি (২৭) ও মো. মোক্তার হোসেন (২৫) নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮অক্টোবর ২০২৩) বিকালে মানিকছড়ির জামতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডানুপ্রু মারমা রেশমি খাগড়াছড়ির গুইমারার সিন্দুক ছড়ির আথাঅং মারমা মেয়ে এবং মোক্তার হোসেন মানিকছড়ির আবদুল সাত্তারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ির জামতলা বাজার এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রাম নেওয়ার পথে সিএনজি তল্লাশী করে ৫১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ । এসময় তাদের বহনকারী সিএনজি (চট্টগ্রম- খ-১৪-৯৫৯৩) টি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা সাপেক্ষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও চোরাচালান সহ যে কোন অপরাধ প্রবনতা রোধে খাগড়াছড়ি জেলা পুলিশ তৎপর রয়েছে।