নুরুল আলম:: খাগড়াছড়ি থেকে ডাকাতি হওয়া ইকোনো বাস আটক করেছে গুইমারা থানা পুলিশ। শনিবার (৭ অক্টোবর ২০২৩) রাত আনুমানিক ১টা ৩০মিনিটে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, খাগড়াছড়ি থেকে রাতের আধারে ডাকাতির উদ্দেশ্যে ইকোনো বাস নিয়ে পালালে তার কিছুক্ষণপর খাগড়াছড়ি পুলিশ কন্ট্রোল রুম হইতে জানানো হয় যে খাগড়াছড়ি বাস টার্মিনাল হইতে ইকোনো যাত্রীবাহী বাস যাহার নং ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৫ বাসটি অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ছিনতাই করে গুইমারার দিকে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত গুইমারা বাজার এবং জালিয়াপাড়া পুলিশ বক্সের পুলিশ সদস্যদের কে গাড়িটি থামানোর জন্য নির্দেশনা প্রদান করে। সেই মোতাবেক গুইমারা বাজারে মোবাইল ডিউটিতে নিয়োজিত এ এস আই আতিকুল ইসলাম প্রথমে গুইমারা বাজারে ইকোনো বাসটিকে থামানোর চেষ্টা করলে বেপরোয়া দুষ্কৃতিকারী ড্রাইভার উক্ত সংকেত অমান্য করে গুইমারা বাজারে একটি ট্রাক, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল ধাক্কা মেরে অতিক্রম করে জালিয়া পাড়ার দিকে অগিয়ে যায়। জালিয়াপাড়া মোড়ে ডিউটিতে নিয়োজিত পুলিশ থামানোর চেষ্টা করিলে দুষ্কৃতিকারী বেপরোয়া ড্রাইভার ছিনতাকৃত ইকোনো বাস খানা রাস্তার পাশে থাকা কভার ভ্যানের সাথে সজোরে ধাক্কা দিলে কভারভ্যানের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়।
তখন এএসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় লোকজনের সহায়তায় দুষ্কৃতিকারী ড্রাইভারকে আটক করে এবং পুলিশের হেফাজতে নেয়। এই বিষয়ে ছিনতাইকৃত ইকোনো বাসটি জব্দ করা হয়েছে। আটক ড্রাইভার মো: জামালকে জিজ্জাসাবাদ করা হইতেছে। একটি সূত্র জানায়, ছিনতাইকারী মো: জামাল মাটিরাঙ্গার তাইন্দং এলাকার বাসিন্দা।