আল-মামুন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ড এ আয়োজন করে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২৩) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন। এতে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী,কাজী মো. শফিকুল ইসলাম,খাগড়াছড়ি সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের কমান্ডাররা এতে অংশ নেয়।
এতে কোরআন খতম শেষে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ শহীদ ৩০ লক্ষ বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করে। পরে হাফেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআন হাদিয়া তুলে দেন আয়োজকরা।