শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নুরুল আলম::  খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান মন্ত্রীর ৭৭ তম জন্মদিনের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ পাল, উপজেলা আওয়ামীলীগের নেতা রুস্তম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীলসহ উপজেলা, ইউনিয়ন ও সকল ওয়ার্ডে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য যা কিছু করেছে তা এদেশের মানুষ কখনো ভুলবে না। সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলে প্রধান মন্ত্রীর উন্নয়নের ছোয়া লেখে এখন পাবর্ত্য জেলা গুলো অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে চলছে। এমনকি প্রধান মন্ত্রীর একান্ত হস্তক্ষেপে গুইমারা উপজেলায় পরিণত হয়েছে। বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। সেই প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে জনগণের কাছে উপহার হিসাবে আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকার প্রতিককে জয়যুক্ত করার আহ্বান জানান। যাতে এই উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!