শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ^াস, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাসিনা আক্তার, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা ও উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে কাজ করতে হবে। এছাড়াও এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিক্রিত মালামালের মূল্য তালিকা রাখা, অবৈধ ভাবে বালু উত্তোলন, সরকারি অনুমতি না নিয়ে পাহাড় কাটা থেকে বিরত থাকার জন্য নিদের্শ প্রদান করেন অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।’

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!