নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির রামগড়ে মামলায় পরোয়ানাভুক্ত ১৩ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত অনুমানিক ২.৩০মিনিটে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধরের দিক-নির্দেশনায় ও সহযোগিতায় খাগড়াছড়ি জেলার রামগড় থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় থেকে রামগড় উপজেলার দক্ষিণ বাগানটিলা এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে পলাতক আসামি মো. আবুল বশর (৪৫) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মো. আবুল বশর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি। একটি বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ১০ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
রামগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রামগড় উপজেলার সোনাইপুল বাজার ফরেস্ট অফিসের গেইটের সামনে অভিযান পরিচালনা করে পৌর ৮নং ওয়ার্ডে সদুকারবারী পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে আসামি আনোয়ার হোসেন (২৪) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধরের সুদৃঢ় নেতৃত্বে এবং দিক-নির্দেশনায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১.৪৫ মিনিটে খাগড়াছড়ির রামগড় থানায় কর্মরত এসআই (নি.) ফরহাদুল হক ও এএসআই (নি.) সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় রাত্রীকালীন বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।