শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পাহাড়ে পর্যটন শিল্প বিকাশে প্রধান অন্তরায় অবৈধ অস্ত্র: এমপি দীপংকর

মো: নুরুল আলমঃ পাহাড়ে পর্যটন শিল্প বিকাশে প্রধান অন্তরায় অবৈধ অস্ত্র বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে রাঙামাটি পর্যটন শিল্পের সম্ভবনা ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, জেলায় পর্যটকদের সংখ্যা বাড়াতে হলে পুরো শহর পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। হোটেল-মোটেলগুলোতে পর্যটকদের জন্য সেবার মান বাড়াতে হবে।

এমপি দীপংকর আরও বলেন, এখানে স্থায়ী পর্যটন ব্যবসার সাথে জড়িত যত হোটেল, মোটেল এবং রিসোর্ট আছে সেগুলোকে উন্নত করতে হবে। বাইরের ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করলে স্থায়ী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।

রাঙামাটি পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্য, প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহম্মেদ সংশ্লিষ্ট অন্যান্যরা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!