বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিস কর্তৃক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এবং প্রশাসনের সহযোগিতায় বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা,১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম এবং সভা সঞ্চালনায় দায়িত্ব ছিলেন কাপ্তাই তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজীম।
সমাবেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)’র আওতায় ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য উন্নয়নের ধারাবাহিকতা, মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস, বাল্য বিবাহ,নারী নির্যাতন,যৌতুক, মাদক, সন্ত্রাস,জঙ্গি বাদ ও সামপ্রদায়িক সম্প্রতি বিষয়ে বিশেষ আলোচনা হয় এবং আলোচনা শেষে সরকারের সাফল্য গাঁথা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।