শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রাঙামাটিতে উপজাতি সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত উপজাতি সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত দু’টি অত্যাধুনিক বিদেশি রাইফেলসহ অন্তত দেড় শতাধিক তাজা গুলি, বিস্ফোরক, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের আওতাধীন তইন্যাছড়ি যমচুগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে সদর সেনা জোন কর্তৃপক্ষ।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদর সেনা জোন থেকে ১টি বি-টাইপ পেট্রোল দল তইন্নাছড়ি যমচুগ এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় একটি কিয়াংঘরের নিচ থেকে ১টি এসএমজি, ১টি টি-৮১ চায়না রাইফেল, ১টি বোম্ব ৪০ মি.মি. এইচই এমজি-৩, ৩টি ম্যাগাজিন (২টিএসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রমের সময় একজন জেএসএস (মূল) দলের সন্ত্রাসী সেনাবাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে।

পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় রাঙামাটি সদর জোন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!