নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৯৮১ সালে ১৯ সেপ্টেম্বর গনহত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মাটিরাঙ্গা তবলছড়ি/মুক্তিযোদ্ধা চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান।
বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির,সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান ডালিম, নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গনহত্যার ৪৩ বছরেও অপরাধীদের বিচার হয়নি। ১৯৮১ সালে ১৯ সেপ্টেম্বর রাতের অন্ধকারে উপজেলার দুর্গম তাইন্দং আছালং, তবলছড়ি, গৌরাঙ্গপাড়া , দেওয়ানবাজার এলাকায় হত্যাযজ্ঞ চালায় সন্তু লার্মার নেতৃত্বাধীন তৎকালিন শান্তিবাহিনী বর্তমান জেএসএস।
সে দিন শান্তিবাহিনীর হাতে ১৮ জন বিডিআর সদস্যসহ (বিজিবি) ভয়ানক গণহত্যার শিকার হয় মাটিরাঙ্গা উপজেলার ঘুমন্তরা নিরস্ত্র-নিরীহ বাঙ্গালীরা। শুধু মাটিরাঙ্গার তাইন্দং নয় সেদিন শান্তিবাহিনীর বর্বর হামলায় গোটা পার্বত্য চট্টগ্রামে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। অনতিবিলম্বে অপরাধিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন বক্তারা।
এ সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহাম্মের মৌ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থবিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ির আহবায়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার লোকমান হোসেন, জেলা সদস্য সচিব এস এম মাসুম রানা, জেলা আহবায়ক কমিটির সদস্য মোক্তাদির, সহ অনেকে উপস্থিত ছিলেন।