শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা পৌরসভার ১০নং মুস‌লিমপুর এলাকায় ‌বজ্রপা‌তে আ‌রিফ হো‌সেন ( ১৮) না‌মে একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে মুস‌লিমপুরস্থ নিজ বা‌ড়ি হ‌তে পা‌শের বা‌ড়ি যাওয়ার সময় বা‌ড়ির সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। আ‌রিফ স্থানীয় আবুল হো‌সে‌নের ছে‌লে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মো. জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে নিয়মানুযায়ী কার্যক্রম চলমান র‌য়ে‌ছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!