শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির ২৬০ নেতাকর্মীর হাইকোর্টের জামিন বহাল রাখলো নিন্ম আদালত

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির ২৬০ নেতাকর্মীর হাইকোর্টের জামিন বহাল রাখলো নিন্ম আদালত।

বৃহম্পতিবার (১৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন।

আসামিদের পক্ষে জামিন আবেদন জানান, এডভোকেট বেদারুল ইসলাম ও এডভোকেট আব্দুল মালেক মিন্টু। এ জামিনের ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী জুড়ো হয়।

জামিনপ্রাপ্ত অপর উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও জেলা কৃষকদলের সভাপতি পারদর্শ বড়ুয়া।

এর আগে গত ৭ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলায় বিএনপির নেতাকর্মীদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!