রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে সাড়াশি অভিযানে ২২হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর সড়কের খাইল্যাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২হাজার টাকা জরিমানা আদায় করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
এ বিষয়ে শাহরিয়ার মুক্তার জানান, সড়ক পরিবহণ আইনে আমরা ৩টি মোটরসাইকেল, ১টি সিএনজি ও ১টি মিনি ট্রাক কে আর্থিক জরিমানা করেছি। এতে ৫টি মামলায় ২২হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, সড়ক পরিবহণ আইন না মানা, হেলমেট পরিধান না করা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চলাচল করলে জরিমানা সহ উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযানের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় পুলিশ, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।