নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক জালিয়াপাড়া বাজার এলাকায় মালিকবিহীন অবৈধ সিগারেট, ঔষদ ও কাপড় আটক করা হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১টায় সেনাবাহিনীর বিএ-৮৪৫৬ মেজর এ কে এম ফয়সাল এর নেতৃত্বে ১টি সি টাইপ ডমিনেশন পেট্রোল পরিচালনা করার সময় একটি কার্ভাড ভ্যান হতে মালিকবিহীন ২৯ কার্টুন সিগারেট, ২ কার্টুন ঔষদ এবং ২ কার্টুন কাপড় আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা।
পরবর্তীতে আটককৃত দ্রব্যাদিসমূহ চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় গুইমারা রিজিয়নের সেনাকর্মকর্তারা।