নিজস্ব প্রতিবেদক:: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারাতে “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩” পালিত হয়েছে। “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার (৮সেপ্টেম্বর) সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে এবং গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যদের মধ্যে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ রাজীব চন্দ্র কর, উপজেলা প্রোগ্রেসিভ ম্যানেজার মিশলয় তালুকদার, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটির তাৎপর্য তুলে বক্তব্য রাখেন। পরে, আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়।