নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটি বাঘাইছড়ি সাজেক পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা নামে এক পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্তাসীরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সাজেন্ট কামাল চত্বর এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে।
দ্বীপিতা চাকমা খাগড়াছড়ি সদরের শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমি’র নেতৃত্বে বিভাগের প্রায় ৪০ থেকে ৪৫ জন শিক্ষার্থী সাজেক ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। যাত্রাপথে তারা সার্জেন্ট কামাল চত্তরে সাময়িক বিরতি নেওয়ায় সময় তাদের সাথে পাহাড়ি মেয়েকে দেখে স্থানীয়রা তর্ক-বিতর্ক শুরু করে ও হাতাহাতি হয়। পরে অস্ত্রের মুখে দ্বীপিতা চাকমাকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন সাজেক থানার ওসি মো নুরুল হক। অপরদিকে, বাঘাইছড়ির উপজেলা নিবার্হী অফিসার রুমানা আক্তার বলেন, দ্বীপিতা চাকমাকে উদ্ধার জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।