শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বান্দরবানে গরুর ভাগাভাগি নিয়ে বোনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:: বান্দরবানের লামায় গরু ভাগাভাগির ঘটনায় শামসুন্নাহার বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার আলী আজম এর স্ত্রী। হত্যাকারীরা শাকেরা খাতুন (৫০) ও তার ছেলে শহর আলী (২৩)।

স্থানীয়রা জানান, বাড়িতে একটি গরু ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ের মা ও তার ছেলে শামসুন্নাহার বেগমকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে থেকে স্থানীয়রা আহত শামসুন্নাহারকে পার্শ্ববর্তী মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, লাশের সুরতহাল চলছে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!