সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি –রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ ও কারিতাস বাংলাদেশ- এর বাস্তবায়নাধীন সংস্থা কর্তৃক এবং যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও জার্সি ওভারসীজ এ্যাইড ও অন্যান্য দাতাগোষ্ঠীর সহায়তায় ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে জরুরি শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় ২০০ পরিবারের মাঝে ৫৫০০ টাকা করে মোট -১১ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তাসহ ,ওয়াশ কিট ও শেলটার কিটসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা নির্বাহী অফিসার মো.সিফাত উদ্দিন, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, থানা এএসআই ধনেশ্বর ত্রিপুরা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, হেডম্যান তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা,প্রোগ্রাম ম্যানেজার প্রবীর চাকমা, আশিকার ইউনিয়ন ফোকাল- রিন্টু চাকমা এবং সুজন তঞ্চঙ্গ্যা প্রমূখ।