শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বাঘাইছড়িতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও কাজের গতি বাড়াতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম পুলিশ বাহিনীর ৮০ জন সদস্যকে ১টি করে বাইসাইকেল, একসেট পোশাক, ব্যাগ, টর্চ লাইট, লাঠি, টুপি, বেল্ট, ছাতাসহ প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সরঞ্জাম প্রদান করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।

এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাইসাইকেল ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। তাই তাদের কাজের গতি বাড়াতে মাথাপিছু প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে সাইকেলসহ এসব প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!