নিজস্ব প্রতিবেদক:: বান্দরবানের কাইচতলী এলাকায় আরমান উদ্দীন হত্যার মামলায় এজাহারভুক্ত আসামি আনোয়ার বেগম ও ইউপি সদস্য জসিম উদ্দিনসহ অনান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আরমানকে নির্মমভাবে হত্যাকারী আসামিদের এখনো পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। যার ফলে ভিকটিম পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে হত্যাকারীরা। তাই অভিযুক্তদের অতিদ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেন বক্তারা।
মানববন্ধনে নিহত আরমান উদ্দীনের পিতা সৈয়দ আকবর, বোন উম্মে হাফসাসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।