নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার নবযোগদানকৃত ইউএনওর সাথে গুইমারা প্রেসক্লাবের সৌজন্য স্বাক্ষাৎ হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট ২০২৩) সকালে গুইমারা উপজেলার নবযোগদানকৃত নির্বাহী অফিসারের সাথে কুশোল বিনীময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন গুইমারা প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাক এম দুলাল আহম্মদ, সহ-সভাপতি আব্দুল আলী ও অর্থসম্পাদক শাহ আলম রানা প্রমূখ।
এসময় গুইমারা প্রেসক্লাবের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং গুইমারা যোগদান করায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানায়। এছাড়াও প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় ও এলাকার সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীও গুইমারা প্রেসক্লাবের সাথে পরিচিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।