শিরোনাম
মঙ্গল. জানু ১৪, ২০২৫

লামায় তৃতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক:: লামার গজালিয়ার দুর্গম এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার ৪ দিন পর ওই ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরীর মা মঙ্গলবার বিকালে বাদী হয়ে লামা থানায় এই মামলা দায়ের করেন। মামলার আসামি উপজেলার গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা চাকমা পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা (২২)।

লামা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. শামীম শেখ এই তথ্য নিশ্চিত করেন। ধর্ষিতা কিশোরী গজালিয়ার পাহাড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

বাদী মামলার অভিযোগে উল্লেখ করেন, শুক্রবার (২৫ আগস্ট) সকালে ধর্ষিতার মা লামার সরই কোয়ান্টাম ফাউন্ডেশনে যান। বেলা ১১টার দিকে বাসায় কেউ না থাকার সুযোগে একই পাড়ার বিজয় চাকমার ছেলে জ্যোতিময় চাকমা ঘরে ঢুকে এই কিশোরীকে জোরপ‚র্বক ধর্ষণ করে। আর এতে এই কিশোরীর অতিরিক্ত রক্তক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে গত সোমবার (২৭ আগস্ট) দুপুরের পর তাকে লামা উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছে।

লামা থানার ওসি মো. শামীম শেখ বলেন, ঘটনাটি জানার পর পরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
preload imagepreload image