শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

আগামীকাল থেকে জেলেরা কাপ্তাই হ্রদে মাছ ধরতে পারবেন’

নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত মধ্যরাত থেকে থেকে জেলেরা মাছ ধরতে পারবেন বলে জানিয়েছেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি জেলার বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া। বুধবার (৩০ আগস্ট) তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় কমান্ডার বলেন, হ্রদে পানি কম থাকায় এবং কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার মেয়াদ দু’দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে হ্রদে যথেষ্ট পানি রয়েছে। তাই ব্যবসায়ী, মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে বৃহস্পতিবার মধ্যরাত থেকে হ্রদ থেকে মাছ আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জেলেরা ওইদিন রাত থেকে মাছ ধরতে পারবে।

নিয়ম অনুয়ায়ী ১৯ জুলাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা থাকলেও হ্রদে পর্যাপ্ত পানি থাকায় এ নিষেধাজ্ঞা একমাস ১২দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছিলো।

এর আগে ১৯ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা বেড়ে হ্রদে ৪ মাস ১২দিন মৎস্য আহরণ বন্ধ ছিলো।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!