শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ (ব্রি ধান-২৩) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক কৃষিবীদ তপন কুমার পাল। এছাড়াও উপসহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৃপ্তিকর চাকমা সহ সুবিধাভোগী কৃষক ও সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতি কৃষককে ৫ কেজি করে মোট ১৫০ জন কৃষকের মাঝে এ ধানের বীজ বিতরন করা হয়।

ধানের বীজ বিতরনকালে কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার বলেই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের দুর্ভোগের কথা বিবেচনা করে তাৎক্ষনিকভাবে বীজ বিতরনের উদ্যেগ গ্রহন করেছেন।

তিনি আরও বলেন, যে সমস্ত এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমন মৌসুমে বন্যা দেখা দেয় এবং ধানচাষ ক্ষতিগ্রস্ত হয় ও বিলম্বিত হয় সে সমস্ত এলাকায় বিআর-২৩ ধানের বীজ অত্যন্ত উপযোগী।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!