নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মহালছড়িতে এক যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তি মো. সোহেল মিয়া মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের কবির আহম্মদের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে মহালছড়ি মাইসছড়ি ডিপি পাড়া এলাকার এক যুবতী নারীকে (২০) বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত মো. সোহেল মিয়া।
ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগির চিৎকার করলে আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে ততক্ষণে মোটরসাইকেল যোগে অভিযুক্ত সোহেল মিয়া পালিয়ে যায়।
মেয়েটির অভিযোগের ভিত্তিতে ২১ তারিখ সোমবার সকাল ১১ টার দিকে অভিযুক্ত ব্যাক্তির এলাকায় মহালছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল হাসান খান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নি.) আরাফাত বিন ইউসুফ, এ্এসআই(নি.) লিটন কান্তি দেবণাথ, এএসআই(নি.) মো. শাহীন আলমসহ একটি দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত আটক করতে সক্ষম হন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০(সংশোধন)২০০৩ এর ৯(৪) খ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহালছড়ি থানার সকল আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হবে।