শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মাটিরাঙ্গায় ৪০বিজিবি কর্তৃক ১৪ লাখ টাকার ভারতীয় ঔষধ ও পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিনাঙ্গায় মালিকবিহীন বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ এবং লেহেঙ্গা টপস আটক করেছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।

শনিবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ১৯ আগস্ট আনুমানিক সকাল ৮টায় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে চালিতাছড়া বিওপি কমান্ডার না. সুবে. মো. রমজান আলী, বিজিবিএম, আইজিপিএস এর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড এর ঘাগড়াছড়াপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৪ বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার প্রকার ঔষধ এবং লেহেঙ্গা টপস। যার বর্তমান সর্বমোট বাজার মূল্য ১৪ লাখ ২৯ হাজার ৩৩০ টাকা।

আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার লেহেঙ্গা টপস, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে এবং ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ সীতাকুন্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, ভারতীয় বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট মাটিরাঙ্গা থানায় জিডি করে পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!