নিজস্ব প্রতিবেদক:: ২১ আগস্ট ভার্সিটিতে ভর্তির শেষ তারিখ। মেধাবী রাবিনার মনে ভর করছিল বড় ধরনের দুশ্চিন্তা। ধারনা ছিল ভার্সিটিতে পড়ার স্বপ্ন বুঝি শেষ। চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শুভাশীষ চাকমা ব্যাপারটি অবগত করেন ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দজয় চাকমাকে। অবশেষে আনন্দজয়ের সহায়তায় রাবিনার মুখে এখন আনন্দের হাসি।
জানা যায়, রাবিনা ১নং লোগাং ইউপির মনিপাড়া গ্রামের কৃষক বিমল শান্তি চাকমা ও ইন্দুবালা চাকমার মেয়ে। সে চেংগী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.০৫ পয়েন্ট নিয়ে এইচএসসি পশে করে। উচ্চ শিক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে নাট্যকলা বিভাগে সে কৃতকার্য হয়। কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে তার ভর্তি ছিল অনিশ্চিত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দজয় চাকমা রাবিনাকে ভার্সিটিতে ভর্তির সম্পূর্ণ টাকা তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। প্রভাষক শুভাশীষ চাকমা ও চেয়ারম্যান আনন্দজয় চাকমার প্রতি বার বার কৃতজ্ঞতার কথা তুলে ধরেন রাবিনা। ভবিষ্যতে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়ার স্বপ্ন রয়েছে রাবিনার।