নিজস্ব প্রতিবেদক: রাজস্থলীতে জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয় ।
এ উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্ষ্পুস্তবক অর্পণ, আলোচনা সভা এবং যুব ঋণ বিতরণ করা হয় ।
এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষের প্ষ্পুস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির স্থপতি বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা ওসিএল এসডি আশিষ ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, দুই নম্বর গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ডা. রইহলাঅং মারমা, কৃষি অফিসার আবুল খাযের সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে ” আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ” ১ মিনিট এর ভিডিও চিত্র নির্মাণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩ জন যুব/ যুব মহিলাকে ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।