শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বিলাইছড়িতে জাতির পিতার ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত

বিলাইছড়ি( রাঙ্গামাটি)প্রতিনিধিঃ-বিলাইছড়িতে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,ঋণ বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৫ ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পন এবং দিবসে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান,সিনিয়র এএসপি সার্কেল এম এ কাসেম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া প্রমূখ।

এর আগে সকালে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, বিলাইছড়ি থানা ও বিলাইছড়ি সার্কেল, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ,পালবার লিং সেন্টার শিশু সদন এবং আশ্রয় অঙ্গন সোসাইটি।

এছাড়াও আত্ম কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে যুব উন্নয়ন অফিস কর্তৃক ৬ টি গ্রুপে ৩০ জনকে ৩ লক্ষ ৬০ এবং ৪ জনকে ২ লক্ষ মোট ৫,৬০,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তী।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!