শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: গুইমারাতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৫আগষ্ট মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সমুহে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৯টায় সামাজিক দুরত্ব নিশ্চিত পুর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজী চন্দ্র কর, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ম্রাচাথোয়াই মগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার ওষ্কার বিশ্বাসসহ বিভাগী প্রধান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দিবসটির উপর বিস্তারিত আলোচনা তুলে ধরে শোক কে শক্তিতে রূপান্তর করে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শেখ হাছিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং দন্ডপ্রাপ্ত আসামীদের নিয়ে এসে দন্ড কার্যকর করার দাবী জানান। বক্তারা গনতন্ত্রের ধারা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

পরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় থেকে উপজেলার দুস্থ অসহায়দের মধ্যে এককালীন অনুদান ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। পরে একটি বৃক্ষরোপন করা হয়। সর্বশেষ রচনা ও চিত্রাঙ্কন প্রতিয়োগিতায় অংশগ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।

এদিকে উপজেলা আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষথেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!