শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) খাগড়াছড়ি সেক্টর দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে বিজিবি খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৃথক দুইটি স্থানে ২৫০ পরিবারকে এ সহায়তা দেন প্রধান অতিথি ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. এমদাদুল হক।

এসময় বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমানসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, কমিউনিটি সেন্টারে ২০০ পরিবার এবং বঙ্গবন্ধু আবাসন প্রকল্প এলাকায় ৫০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও চিনিসহ এ ফুড প্যাকেজ প্রদান করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!