নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ ২ গাঁজা কারবারীকে আটক করেছে খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর ।
শনিবার (১২ আগস্ট) সন্ধার দিকে মাটিরাঙ্গা বাজারস্থ বেগম ট্রেডার্সের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বহনকারী নাম্বারবিহীন একটি মোটরসাইকেল, ব্যবহৃত একটি স্মার্ট ফোন ও একটি বাটম ফোন জব্দ করা হয়।
আটককৃতরা উপজেলার বর্ণাল ইউনিয়নের আলী আকবর চেয়ারম্যান পাড়ার বাচ্চু মিয়ার ছেলে আব্দুল হক (৩৬) এবং একই এলাকার ছনদু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২৮)।
এ সময় আটককৃত ২ জনকে মাটিরাঙ্গা থানা পুলিশের হাতে হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
মাটিরাঙা থানা অফিসার ইচার্জ মো, জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিচালক জাকির হোসেন বাদি হয়ে ১২ আগস্ট সন্ধায় আটককৃতদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা করেছেন। যার নং ১২ /৯৫। ১৩ আগষ্ট তাদের আদালতে প্রেরণ করা হবে।