নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ কারবারিকে আটক করেছে।
শনিবার (১১ আগস্ট) সকাল ৯টায় আটক ইয়াবা কারবারিকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার রাতে রাইখালী টেকের মোড় হতে চন্দ্রঘোনা থানা পুলিশ ৭’শ ৮২ পিস ইয়াবাসহ কারবারি জয়নাল আবেদীনক (৪৫) আাটক করেছে। গ্রেপ্তার মাদক কারবারি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট হাজাছড়া বীরবাহু পাড়ার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার শফিউল আজম বাবু (ওসি) জানান, মোয়াজ্জম হোসেন (এএসআই) ফোর্সসহ রাইখালী বাজার এলাকা হতে রাতে আটক করে। কক্সবাজার হতে ২জন ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট বহন করে চন্দ্রঘোনা ফেরীঘাট দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এমন সময় একজনকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যায়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মামলা করে রাঙ্গামাটি আদালতে শনিবার সকালে সোর্পদ করা হয়েছে।