শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: গত কয়েকদিনের প্রবল বর্ষণে পানছড়ি উপজেলার কিছু কিছু জায়গা নিমজ্জিত হয়েছে। বিশেষ করে চেংগী নদীতে পানি বৃদ্ধির কারণে কয়েক পরিবার হয়ে পড়ে পানিবন্দি। সেসব অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত বাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে খাগড়াছড়ি জোনের অর্ন্তগত পানছড়ি সাব জোন এলাকার ক্ষতিগ্রস্তদের এ সুবিধার আওতায় আনা হয়।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টায় পানছড়ি সাব জোনে পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেয়া হয়। পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।

মদন কার্বারি পাড়ার কল্পরঞ্জন ত্রিপুরা, বড় সাঁওতাল পাড়ার খান্দুরী সাঁওতাল, লাব্রেচাই মারমা, তারাপ্রসন্ন চাকমা, মুসলিম উদ্দিন ও নায়েব আলী সহায়তা পেয়ে খুব খুশি। সকলেই সেনাবাহিনীর এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!