নিজস্ব প্রতিবেদক: জনকল্যাণমুলক কর্মসূচীর আওতায় বিভিন্ন সহায়তা প্রদান করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন। যার মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ছিল অন্যতম।
রবিবার (৩০’জুলাই) সকাল ১০’টায় লোগাং সদর দপ্তরে সহায়তাগুলো তুলে দেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র, সেলাই কাজ জানা বেকার ও দুস্থ জনসাধারনের মাঝে এ সব সহায়তা বিতরণ করা হয়।
এ সময় তিনি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।