শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান ও বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান ও বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৭জুলাই) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে এ অনুদান ও বই বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী।

এ সময় দুটি ধর্মীয় প্রতিষ্ঠান, বেগম চন্দন নূর হিফজখানা ও এতিমখানা রুইলুই পাড়া গির্জা’র প্রতিনিধিদের মাঝে ১০হাজার ও ৫০ হাজার অনুদান প্রদান করা হয়।

অন্যদিকে মোহাম্মদ সোলায়মান আলমকে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা আর্থিক অনুদান এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের লাইব্রেরির জন্য প্রধান শিক্ষিকা রুশদীনা আখতার জাহান’র নিকট বই বিতরণ করা হয়।

এ আর্থিক অনুদান ও বই বিতরণকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনিরসহ সেনা রিজিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!