নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাবুল মিয়া (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড নিউ অযোদ্ধায় এ ঘটনা ঘটে। বাবুল স্থানীয় মৃত চারুমিয়া ছেলে।
নিহতের মা আয়শা খাতুন জানান, দেড় বছর আগে গোমতি ইইনিয়নের আলিম রাইটার পাড়ার মৃত রবিউল এর মেয়ে শিউলির (২০) এর সাথে বিয়ে হয়। অভাব অনটনের সংসারে তাদের পরিবারে ৭ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। অভাবের তাড়না সহ্য করতে না পেরে গতকাল গভীর রাতে পার্শ্ববর্তী আম বাগানে গাছের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যার করে।
মাটিরাঙ্গা থানা অফিার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট এলাকার গ্রাম পুলিশের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।