নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
রবিবার (২৩ জুলাই ২০২৩) গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাধারণ জনগণের সুবিধা-অসুবিধার সময় সরকারি, বে-সরকারি কর্মকর্তাদের পাশে থাকতে হবে এছাড়াও অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করতে হবে। এছাড়া বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।